এটি প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন স্পর্শক্রিয় ছত্রাকনাশক ‘ম্যানকোজেব’ এবং অন্তর্বাহী ছত্রাকনাশক ‘কার্বেনডাজিম’ এর সংমিশ্রণে তৈরী। এটি অন্তর্বাহী গুণের জন্য গাছের মূল, সবুজ কাণ্ড এবং পাতা দ্বারা শোষিত হয়ে রসের মাধ্যমে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ফলে নতুন করে রোগের আক্রমন হয় না।
২ গ্রাম ম্যানসার ১ লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর গাছে ভালোভাবে স্প্রে করুন। আক্রান্ত গাছে ৭ দিন পর পর সকালে বা সন্ধ্যায় ২-৩ সপ্তাহ স্প্রে করতে হবে। সতর্কতা: কীটনাশক প্রয়োগের ৭-১৪ দিন পর্যন্ত ফসল তোলা ও খাওয়া যাবে না।